হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় ঝটিকা সফরে ২ বাড়ির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার নাগরিক ভোগান্তি কমাতে হঠাৎ হঠাৎ ঝটিকা সফরে বের হন মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর রামপুরা এলাকায় ঝটিকা পরিদর্শনে গিয়ে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচল ব্যাহত ও ফুটপাতের টাইলস ভাঙার দায়ে দুটি বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। 

ডিএনসিসি মেয়র এ সময় অব্যবস্থাপনার দায়ে কয়েকটি দোকানমালিকের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে জরিমানা করারও নির্দেশ দেন। এ সময় অনুমোদন না থাকায় তাৎক্ষণিকভাবে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শুধু জরিমানা করে ক্ষান্ত হলে চলবে না, নিয়মিত মামলা করে এদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।’ 

এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশান-২ নগর ভবনের সামনে থেকে মেয়র মো. আতিকুল ইসলাম মহানগর আবাসিক এলাকার দিকে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফুল-উল ইসলাম। 

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর সেবা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে দায়িত্বে এসেছি। জনসাধারণ কষ্ট করবে, অন্যরা বাড়ি বানাবে রাস্তায় মালামাল রেখে, তা হতে দেওয়া যায় না। শহরের বারোটা বাজিয়ে কাউকে ব্যক্তিগত ব্যবসা করতে দেওয়া হবে না।’ 

মেয়র আরও বলেন, ‘কেউ ড্রেন বন্ধ করে দোকান বসিয়েছে, কেউ সরকারি পয়সায় করা চমৎকার রাস্তা-ফুটপাত দখল করে বাড়ি নির্মাণ করছে। এগুলো অন্যায়। এগুলো মেনে নেওয়া যায় না। আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে সচেতন হলে কেউ ফুটপাত-রাস্তা বন্ধ করতে পারবে না। কেউ ড্রেনে পানি প্রবেশের লাইন বন্ধ করতে পারবে না।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন