হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় মা ইলিশ ধরায় ৪১ জেলে আটক 

চাঁদপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় ৪১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এর মধ্যে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও চার জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২১ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এ তথ্য জানান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

ওসি বলেন, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় হাতে নাতে ৪১ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে ১৮টি মাছ ধরার নৌকা, ২০ লাখ মিটার কারেন্টজাল, ৪৪৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসব ঘটনায় দুটি ভ্রাম্যমাণ আদালত ও সাতটি নিয়মিত মামলা করা হয়। সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

এদিকে সদর উপজেলা টাস্কফোর্সে অংশগ্রহণকারী জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তাজনজিমুল ইসলাম জানান, আজ ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্টজাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। কারেন্টজাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং ইলিশ মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। অভিযানে মৎস্য বিভাগের পাশাপাশি কোস্টগার্ড ও নৌ-পুলিশের দুটি দল সহযোগিতা করেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯