হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ১২ পোশাক কারখানা বন্ধ

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা সর্বনিম্ন বেতন প্রত্যাখ্যান করে গাজীপুরে বিভিন্ন শিল্প এলাকায় আজ বৃহস্পতিবারেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে শিল্প ও মহানগর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এদিকে নিরাপত্তার কারণে এসব এলাকার বেশ কিছু পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে। 

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছে। এ পর্যন্ত ১২টি পোশাক কারখানা থেকে বন্ধ রাখার চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে। পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিতে চাইলে কারখানা ফের চালু করা হবে।’ 

গত ২৩ অক্টোবর থেকে সর্বনিম্ন বেতন ২৩ হাজার নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে গত ৭ নভেম্বর সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প ও থানার পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর কিছু সময় পর নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, সকাল থেকেই শ্রমিকেরা গাজীপুর মহানগরীর নাওজোড় ও চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কে আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা সড়ক অবরোধ ও ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন। 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নাওজোড় এলাকায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ, বিজিবি পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা চাইছি শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে