হোম > সারা দেশ > ঢাকা

সিএমপির সাবেক কমিশনারসহ ৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

সাইফুল ইসলাম, তানভীর সালেহীন ইমন ও রাজন কুমার সাহা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনারসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তার তিন পুলিশ কর্মকর্তা হলেন—চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন এবং ডিএমপির বাড্ডা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি বলতে পারবে।’ তাঁকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকার ডিবি পুলিশও নিশ্চিত করেন।

জানা গেছে, ২৮ তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

এ ছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিগগির তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।’ তবে কোথায় থেকে এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন