হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির হেলপার। এ ঘটনায় সোহেল মণ্ডল (৩২) নামের একজন ট্রাক চালকও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘চাকা নষ্ট হলে রাস্তার পাশে সাইড করে মেরামত করছিলেন ট্রাকের চালক ও হেলপার। তখন পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর আছড়ে পরে। এতে থেমে থাকা ট্রাকের চালক ও হেলপার এবং চলতি ট্রাকের হেলপার আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার হোসাইন ও ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সোহেল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে আহত ট্রাকচালক সোহেল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তাঁর হেলপার ছিল হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। পরে রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পাল্টানোর সময় ওই ট্রাকটি এসে তাঁদের ধাক্কা দেয়। 

হাসারা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. খোরশেদ বলেন, ‘অপর ট্রাকটির চালক পলাতক রয়েছেন। আর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশি হেফাজতে রয়েছে।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর