হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শেখ হাসিনাকে লেডি ফেরাউন বললেন রুহুল কবির রিজভী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ঘিওরে দলীয় অনুষ্ঠানে রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ একজন লেডি মহিলা ফেরাউনের হাতে পড়েছিল। এই লেডি ফেরাউন তাঁর ক্ষমতার জন্য দেশের কয়েক লক্ষ মানুষকে খুন করেছেন। তিনি দেশের পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাহিনীকে ডেকে বলেছেন, “আমার জন্য পুলিশ তো অনেক কিছুই করছে। আপনারা করবেন না কেন?” আর কেউ তাঁকে সমর্থন করে নাই। এর মানে শেখ হাসিনা চাইছিলেন দেশের ১০ লাখ লোক মরে যাক।’

গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামের শহীদ রফিকুল ইসলামের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘অন্যের জন্য গর্ত খুঁড়লে যে সেই গর্তে নিজেকে পড়তে হয়, তার প্রমাণ শেখ হাসিনা। পিতার মতোই বাকশালি ও স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিল। ফলে হাসিনার পতনে ভারত হতাশ হয়ে বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এ সময় ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত শহীদ রফিকসহ আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎসহ আর্থিক সহায়তা করা হয়।

ঘিওরে দলীয় অনুষ্ঠানে রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর