হোম > সারা দেশ > রাজবাড়ী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ২ আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদশীর ধুলদী কৃষ্ণপুর গ্রামের নজের আলী খানের ছেলে মিলন খান (৩০) ও হোসনাবাদ গ্রামের আকবর খানের ছেলে ফকের খান (৪৫)। 

দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ বলেন, ‘দুপুর আড়াইটার দিকে দুই মোটরসাইকেল আরোহী দাদশী ইউনিয়নের সিঙ্গা বাজার থেকে পাচুরিয়া ইউনিয়নের সারেংবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দাদশীর ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাখাওয়াতের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।’ 

ইউপি চেয়ারম্যান বলেন, ‘দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। সেখান থেকে তাঁদের ঢাকায় রেফার করা হয়। ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে বিকেলে মিলন খান এবং সন্ধ্যার দিকে ফকের খান মারা যান।’ 

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর তাঁর জানা নেই। এ বিষয়ে ডিউটি অফিসারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ওসি।

রাত ১০টায় সদর থানার ডিউটি অফিসার এএসআই রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি