হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধেশ্বরীতে শিক্ষিকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়নি, গাড়িটি খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাইভেটকারের ভেতর থেকে দাঁড়িয়ে থাকা নারীর ভ্যানিটি ব্যাগ টান দেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিদ্ধেশ্বরীতে প্রাইভেট কার থেকে শিক্ষিকার ব্যাগ টান দিয়ে ছিনতাইয়ের ঘটনা তিন দিন পার হয়েছে। তবে এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।

এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে ব্যবহৃত ওই প্রাইভেট কারের খোঁজ পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

ভুক্তভোগী নারীর নাম ফারহানা আক্তার জাহান। তিনি গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। প্রশিক্ষণে অংশ নিতে গত শনিবার সকালে সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে ছিনতাইয়ের শিকার হন তিনি।

গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কারে আসা ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগটি টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ব্যাগটি ধরে থাকায় গাড়ির সঙ্গে তিনিও টেনেহিঁচড়ে কিছুদূর যান। একপর্যায়ে হাত ছেড়ে দিলে গাড়িটি চলে যায়। আঘাত পেয়েও গাজীপুরে যান, সেখানে অংশ নেন প্রশিক্ষণে।

সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে ফারহানা বলেন, ‘মনে হচ্ছিল, আমি হয়তো আর বাঁচব না। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি।’

তিনি বলেন, ‘আমি এখানে প্রশিক্ষণে এসেছি, পরীক্ষাও দিতে হবে। তাই এখনো থানায় গিয়ে কিছু করতে পারিনি।’

মামলা না হওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঢাকার বাইরে থাকায় মামলা হয়নি এখনো। অপরাধীদের শনাক্তে কাজ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গাড়ির নম্বরপ্লেট ছিল না। এ জন্য গাড়িটি চিহ্নিত করতে হিমশিম খেতে হচ্ছে। অপরাধীরা পেশাদার ও কৌশলী বলেও জানান তিনি।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে