হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধেশ্বরীতে শিক্ষিকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়নি, গাড়িটি খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাইভেটকারের ভেতর থেকে দাঁড়িয়ে থাকা নারীর ভ্যানিটি ব্যাগ টান দেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিদ্ধেশ্বরীতে প্রাইভেট কার থেকে শিক্ষিকার ব্যাগ টান দিয়ে ছিনতাইয়ের ঘটনা তিন দিন পার হয়েছে। তবে এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।

এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে ব্যবহৃত ওই প্রাইভেট কারের খোঁজ পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

ভুক্তভোগী নারীর নাম ফারহানা আক্তার জাহান। তিনি গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। প্রশিক্ষণে অংশ নিতে গত শনিবার সকালে সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে ছিনতাইয়ের শিকার হন তিনি।

গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কারে আসা ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগটি টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ব্যাগটি ধরে থাকায় গাড়ির সঙ্গে তিনিও টেনেহিঁচড়ে কিছুদূর যান। একপর্যায়ে হাত ছেড়ে দিলে গাড়িটি চলে যায়। আঘাত পেয়েও গাজীপুরে যান, সেখানে অংশ নেন প্রশিক্ষণে।

সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে ফারহানা বলেন, ‘মনে হচ্ছিল, আমি হয়তো আর বাঁচব না। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি।’

তিনি বলেন, ‘আমি এখানে প্রশিক্ষণে এসেছি, পরীক্ষাও দিতে হবে। তাই এখনো থানায় গিয়ে কিছু করতে পারিনি।’

মামলা না হওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঢাকার বাইরে থাকায় মামলা হয়নি এখনো। অপরাধীদের শনাক্তে কাজ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গাড়ির নম্বরপ্লেট ছিল না। এ জন্য গাড়িটি চিহ্নিত করতে হিমশিম খেতে হচ্ছে। অপরাধীরা পেশাদার ও কৌশলী বলেও জানান তিনি।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন