হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১, প্রাইভেট কার জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর মহাখালী থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ সবুর উদ্দিন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তিনি সিরাজগঞ্জ জেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে। র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নোমান আহমদ আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

নোমান আহমদ জানান, মহাখালীর টিবি গেটের সামনের পাকা রাস্তার ওপর থেকে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে মাদক কারবারি সবুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ১৬৯ দশমিক ৬৯ লিটার বিয়ার ও ৭২ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, নগদ ৩ হাজার ৪৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নোমান আহমদ গ্রেপ্তার মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে যানবাহন ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য, বিয়ার ও বিদেশি মদ পরিবহন করে বনানীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন সবুর। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট