হোম > সারা দেশ > ঢাকা

৪ দিন ধরে বন্ধ পানগাঁও আইসিটি পোর্টে পণ্য খালাস

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আইসিটি পোর্টে শুল্ক জটিলতায় ৪ দিন ধরে পণ্য খালাস বন্ধ রয়েছে। পানগাঁও শুল্ক ভবনে আমদানিকৃত পণ্য চালানের জন্য আইজিএম সংশোধন ও মূল্যায়ন বিধিমালা ২০০০ বাস্তবায়নের দাবিতে গত রোববার থেকে ৪ দিন যাবৎ কর্মবিরতি পালন করা হচ্ছে। শুল্ক জটিলতার কারণে এ বন্দরের কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। পণ্য খালাস বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশার বলেন, পানগাঁও আইসিটি পোর্ট চালু করার জন্য সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিচ্ছে। বন্দর চার্জের ওপর ৭০ শতাংশ ছাড় দিয়েছে। অথচ কাস্টম হাউসের স্বেচ্ছাচারিতায় এ বন্দরটি প্রাণ ফিরে পাচ্ছে না। আইজিএম সংশোধন ও মূল্যায়ন বিধিমালা ২০০০ প্রজ্ঞাপনের ৫ নম্বর ধারার ৪ নম্বর উপধারায় উল্লেখ রয়েছে-এই বিধির অধীনে অভিন্ন পণ্যের একাধিক বিনিময় মূল্য পাওয়া গেলে উহাদের মধ্যে সর্বাপেক্ষা কম বিনিময় মূল্যের ভিত্তিতে আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে।

অথচ পানগাঁও কাস্টম হাউসের কমিশনার এই বিধিমালা মানতে অনীহা প্রকাশ করছে। তিনি সর্বাপেক্ষা বেশি মূল্য নির্ধারণ করছেন। এতে একই পণ্য খালাসের ক্ষেত্রে অন্য বন্দরে অনেক কম খরচ হয়। ফলে আমদানিকারকেরা এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

গার্মেন্টস ব্যবসায়ী জামাল মাহমুদ বলেন, কেরানীগঞ্জ এলাকাতেই আমার ব্যবসাপ্রতিষ্ঠান। এরপরও আমি চট্টগ্রাম বন্দরে মাল খালাস করি। এ বন্দরে মাল খালাসে হয়রানি ও খরচ দুটোই বেশি। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরে মাল খালাস করলে ১৫ দিন আগে হাতে মাল পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে একাধিকবার পানগাঁও কাস্টম হাউস কমিশনার শওকাত হোসেনের মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন