হোম > সারা দেশ > ঢাকা

অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় গ্রেপ্তার ৩ 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. কাউছার (২৫), খাগড়াছড়ির রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (২২) ও গাইবান্ধার বুজরুক জামালপুর থানার সাদুল্য গ্রামের মো. তাহাদুল ইসলামের ছেলে মো. নাজমুল হুদা লিয়ন (২৬)। 

র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ভোরে র‍্যাব-১১-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচংয়ের শংকুচাইল এলাকায় অভিযান চালায়। এ সময় রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

মেজর সাকিব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে দীর্ঘদিন যাবৎ তাঁরা অ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব