হোম > সারা দেশ > ঢাকা

বরকত–রুবেলের স্ত্রীর নির্দেশেই বাসে অগ্নিসংযোগ, হাইকোর্টের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১২টি বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার ফরিদপুরের সাজ্জাদ হোসেন ওরফে বরকতের স্ত্রী আফরোজা পারভীন ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাদেরকে দ্রুত বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৬ অক্টোবর তাদেরকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করে।

গত ১২ মার্চ সাউথ লাইনের ওই বাসগুলোতে অগ্নিসংযোগ করা হয়। পরে ২১ মার্চ বাস পোড়ানোর ঘটনার সঙ্গে ফরিদপুরের বরকত–রুবেলের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-জহুরুল ইসলাম জনি, পারভেজ মৃধা ও মোহাম্মদ আলী। পরে ফরিদপুরের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, বিমার দাবি আদায় এবং ব্যাংক ঋণের দায় থেকে অব্যাহতি পেতেই বাসগুলোতে আগুন দেওয়া হয়।

এর আগে সাউথ লাইনের সুপারভাইজার জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাস পোড়ানোর ঘটনায় আফরোজা পারভীন ও সোহেলী ইমরোজ পুনমের জড়িত থাকার বর্ণনা দেন। তিনি আদালতে বলেন, চলতি বছরের ৩ মার্চ সন্ধ্যার পর তাকে ডাকা হয়। সেখানে গিয়ে তিনি দেখেন–বরকতের চাচা শ্বশুর কুটি মিয়া ও সেলিম মিয়া, বরকতের শ্যালক আলামিন ও রানা, বরকতের মামা শ্বশুর ফারুক মৃধা ও বসা আছে। ওই সময় আফরোজা পারভীন ও সোহেলী ইমরোজ তাকে বলেন, তাদের বাসগুলো বিভিন্ন ব্যাংকের নিকট দায়বদ্ধ ও ইন্স্যুরেন্স করা। এগুলো পড়ে থাকলে ঋণ বাড়বে। আর পুড়িয়ে দিলে ব্যাংক ঋণের সুবিধা এবং নতুন বাসের দামে টাকা পাওয়া যাবে। তাই বাস পোড়ানোর জন্য জনিকে টাকা দিতে চাইলে রাজি হন তিনি।

পরিকল্পনা অনুযায়ী ১১ মার্চ তাবলিগে যান জনি। মসজিদে রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে গেলে আলামিন তাকে নিয়ে যায় বাসের কাছে। সেখানে গিয়ে তিনি দেখেন বরকতের চাচা শ্বশুর কুটি মিয়া ও সেলিম মিয়া, বরকতের শ্যালক আলামিন ও রানা, বরকতের মামা শ্বশুর ফারুক মৃধা এবং প্রতিবেশী ফরিদ ও পারভেজ দাঁড়িয়ে আছে। ওই সময় নাইট গার্ড মোহাম্মদ আলী দূরে দাঁড়িয়ে ছিল। জনি নাইট গার্ডকে বলেন, আগুন লাগানোর পর তিনি যেন ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর জনি, ফারুক ও কুটি বাসে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় ১২টি বাস পুড়ে যায়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু