হোম > সারা দেশ > ঢাকা

গুলশান থেকে দিনদুপুরে আবাসন ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে দিনদুপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে তারা। অপহৃত ব্যবসায়ীর নাম আইয়ুব খান। তিনি আবাসন ব্যবসায়ের সঙ্গে জড়িত। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়।

আইয়ুব খানের ব্যবসায়িক অংশীদার তানজির রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যক্তিগত কাজে আইয়ুব খান মঙ্গলবার দুপুরে গুলশানে আসেন। কাজ শেষে ডিসিসি মার্কেটের সামনে নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তাঁর গাড়িচালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে বনানীর দিকে রওনা হয় তারা।’

তানজির আরও জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের লোকজন আইয়ুব খানের মোবাইলে কল করলে দুর্বৃত্তরা ফোন ধরে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আইয়ুবের পরিবারের পক্ষ থেকে বিষয়টি গুলশান থানা এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চায়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন