হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে স্কুলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত ছাত্রের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলী এলাকার পলাশপুর আইডিয়াল স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত ওই শিক্ষার্থীর নাম রিয়ান বাদশা (১৫)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বনগ্রামের ফারুক হোসেনের ছেলে। পলাশপুর ৫ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকত রিয়ান। 

হাসপাতালে আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রিয়ান বাদশা স্কুলের সামনে জাতীয় পতাকা টানাচ্ছিল। তখন পতাকার সঙ্গে থাকা স্টিলের পাইপ পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে সে। দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কদমতলী থেকে এক স্কুলছাত্রকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয় সে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির