হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে স্কুলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত ছাত্রের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলী এলাকার পলাশপুর আইডিয়াল স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত ওই শিক্ষার্থীর নাম রিয়ান বাদশা (১৫)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বনগ্রামের ফারুক হোসেনের ছেলে। পলাশপুর ৫ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকত রিয়ান। 

হাসপাতালে আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রিয়ান বাদশা স্কুলের সামনে জাতীয় পতাকা টানাচ্ছিল। তখন পতাকার সঙ্গে থাকা স্টিলের পাইপ পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে সে। দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কদমতলী থেকে এক স্কুলছাত্রকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয় সে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব