হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দিয়েছে ইউএস-বাংলা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের গ্রন্থাগারে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের ওপর লিখিত প্রায় দেড় শ বই ও বেশ কিছু দুর্লভ আলোকচিত্র উপহার দিয়েছেন ইউএস-বাংলা গ্রুপের সিইও লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম। 

আজ মঙ্গলবার ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বইগুলো গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। 

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বই সব সময়ই ব্যক্তিকে আলোকিত করে। আর সে বই যদি দেশের ইতিহাস নিয়ে রচিত হয়, তবে তা নিঃসন্দেহে মানুষকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে। আবার শুধু বইয়ের জ্ঞান কাজে লাগিয়েই একটি জাতির স্বপ্ন পূরণের পাশাপাশি দেশকে উন্নত করে গড়ে তোলা সম্ভব। মুক্তিযুদ্ধভিত্তিক মূল্যবান বইগুলো গ্রিন ইউনিভার্সিটি লাইব্রেরিতে প্রদান করায় মো. মইনুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।  

এ সময় বাংলাদেশের ইতিহাস জানতে একাডেমিক বইয়ের পাশাপাশি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন-সংক্রান্ত বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেন মো. মইনুল ইসলাম। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ডিসটিংগুইশড প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ