হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দিয়েছে ইউএস-বাংলা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের গ্রন্থাগারে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের ওপর লিখিত প্রায় দেড় শ বই ও বেশ কিছু দুর্লভ আলোকচিত্র উপহার দিয়েছেন ইউএস-বাংলা গ্রুপের সিইও লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম। 

আজ মঙ্গলবার ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বইগুলো গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। 

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বই সব সময়ই ব্যক্তিকে আলোকিত করে। আর সে বই যদি দেশের ইতিহাস নিয়ে রচিত হয়, তবে তা নিঃসন্দেহে মানুষকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে। আবার শুধু বইয়ের জ্ঞান কাজে লাগিয়েই একটি জাতির স্বপ্ন পূরণের পাশাপাশি দেশকে উন্নত করে গড়ে তোলা সম্ভব। মুক্তিযুদ্ধভিত্তিক মূল্যবান বইগুলো গ্রিন ইউনিভার্সিটি লাইব্রেরিতে প্রদান করায় মো. মইনুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।  

এ সময় বাংলাদেশের ইতিহাস জানতে একাডেমিক বইয়ের পাশাপাশি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন-সংক্রান্ত বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেন মো. মইনুল ইসলাম। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ডিসটিংগুইশড প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে