হোম > সারা দেশ > ঢাকা

আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন 

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সাংবাদিকদের এ কথা জানান।

নাজমুল হক বলেন, ‘আমাদের হাসপাতালে বর্তমানে ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। আর অন্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

নাজমুল হক আরও বলেন, ‘একটা লোক যখন অসুস্থ হয়, তাকে একেবারে আগের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকেই। আমরা চেষ্টার করছি, কত দ্রুত তাদের সুস্থ করা যায়। স্বাভাবিক কাজকর্মে তারা কত দ্রুত ফিরে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচ টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, ক্ষতিগ্রস্ত ভবনটিতে আর কোনো মরদেহ নেই।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন