হোম > সারা দেশ > ঢাকা

১০ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবিলম্বে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, দৈনিক জমা কমানোসহ ১০ দফা দাবিতে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটিএ নিবন্ধনের জন্য ট্রেজারি চালানের মাধ্যমে ফি নিয়ে নিবন্ধনের আবেদনপত্র গ্রহণ করছে। কিন্তু নিবন্ধন হচ্ছে না। ফলে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা প্রতিনিয়ত অবহেলিত, প্রতারিত ও বঞ্চিত হচ্ছেন। 

মানববন্ধন থেকে অবিলম্বে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, দৈনিক জমা ৯০০ টাকার বদলে ঢাকায় ৫০০ টাকা ও অন্যান্য জেলায় ৩০০ টাকা, ইয়েস পার্কিং না দেওয়া পর্যন্ত নো পার্কিং ও মিটার মামলা না দেওয়া, মালিক কর্তৃক নিয়োগপত্র এবং গাড়ির লাইসেন্স নবায়ন, মহাসড়কে সিএনজির জন্য পৃথক লেন তৈরি, সেতুগুলোতে সিএনজি অটোরিকশার ক্ষেত্রে ৫০ শতাংশ টোল কর্তনের দাবি জানানো হয়। 

সংগঠনটির আহ্বায়ক শেখ হানিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ করেও সন্তানদের ঠিকমতো পড়াশোনা করাইতে পারি না। পরিবারের কেউ অসুস্থ হইলে চিকিৎসা ব্যবস্থা করতে পারি না। তার উপরে মালিক ও চাঁদাবাজ দালালদের অত্যাচার সহ্য করতে হয়। এখন তার মাত্রা ছাড়ায়া গেছে। প্রতিদিন প্রায় ১৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা করি।’ তিনি বলেন, ২০ টাকা বেশি আবদার করলেও কিছু অসাধু ট্রাফিক পুলিশ যাত্রী ও মালামাল চেক না করে যাত্রীকে জেরা করে সত্যি বের করে ৭০০ থেকে ২৫০০ টাকার মামলা দেয়। মামলা দিলেই কমিশন। বিআরটিএ ৯০০ টাকা জমা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই জমা কেউ নেয় না। তার ওপর গ্যারেজের ভাড়াও চালককে দিতে হয়। এসব কর্মকাণ্ড দেখার কেউ নেই। 

সিএনজি চালক আমিনুল ইসলাম বলেন, আজ পনেরো বছর হয়ে গেল এখনো অটোরিকশা রেজিস্ট্রেশন পাইনি। যাত্রীরা মনে করে চালকেরা যাত্রীদের ওপর জুলুম করে। কিন্তু চালকেরা যে কি অসহায়, সে কথা কেউ জানতেও চায় না, শুনতেও চায় না। নিয়োগপত্র না থাকায় বছরে তিনবার বেকার হই।’

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ