হোম > সারা দেশ > ঢাকা

তিন দিনের মধ্যে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করে দিতে পারব: উপদেষ্টা নাহিদ

জবি প্রতিনিধি 

সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পাঁচ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইউজিসির পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা ও ঠিকাদারের বিষয়সহ যেসব দাবি রয়েছে, সব আমরা পূরণ করব।

তিন দিনের মধ্যে হয়তো হল করে দিতে পারব না, কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে পারব।’

আজ সোমবার পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ও উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

তখন নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাঁরা শহীদও হয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির জন্য রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী রকম দুর্দশা। কারণ, আমার পরিবারের একজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে ইতিমধ্যে একনেকে আলোচনা হয়েছে।’

প্রফেসর আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আজকেই দায়িত্ব পেয়েছি। তোমাদের যে দাবিগুলো, সেগুলো আমি দেখব এবং বিবেচনা করব। তোমাদের উপাচার্যের সঙ্গে আমি কথা বলব।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি