হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড, আটক ১১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে ঢাকার কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। আজ রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া মাঠের ঢাকা-মাওয়া সংযোগ সড়ক থেকে মিছিলটি বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে দলটির ১১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

জানা গেছে, জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করার কিছুক্ষণের মধ্যে পুলিশ গিয়ে হাজির হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় দলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা-কর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেছিল।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর আজকের পত্রিকাকে বলেন, তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভ মিছিল শুরু করে এবং আমরাও আগে থেকেই প্রস্তুত ছিলাম। ফলে তারা কোনো নাশকতা করতে পারেনি। মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যেই তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির