হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক অভিশ্রুতির ডিএনএ টেস্টের রিপোর্ট পেতে মাসখানেক লাগতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত নারী সাংবাদিক ‘অভিশ্রুতি শাস্ত্রীর’ পরিচয় জটিলতায় তাঁর মরদেহ ৯ দিন ধরে মর্গে পড়ে আছে। ঠিক কত দিন পর তাঁর লাশ হস্তান্তর করা যাবে, এর সঠিক জবাব দিতে পারছে না সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশের ধারণা মাসখানেক না গেলে এর সুরাহা হওয়ার সম্ভাবনা নেই। 

গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যান ওই নারী সাংবাদিক। অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত সাংবাদিক কাজ করতেন ‘দ্যা রিপোর্ট ডট লাইভ’ নামের একটি নিউজ পোর্টালে। সেই সূত্রে ধরে, রমনা কালীমন্দিরের কর্তৃপক্ষের আপত্তির কারণে তাঁর মরদেহ আর হস্তান্তর করা হয়নি। তবে তাঁর পরিবারের দাবি—তাঁর নাম বৃষ্টি খাতুন। শিক্ষা সনদপত্রেও একই নাম রয়েছে। 

জানতে চাইলে রমনা থানার ওসি উৎপল দাস বলেন, ওই নারী সাংবাদিকদের পরিচয় নিয়ে নানামুখী বক্তব্য ও কারও কারও আপত্তির কারণেই লাশ হস্তান্তর করা হয়নি। ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরই হস্তান্তর করা হবে মরদেহ। তিনি বলেন, ডিএনএ টেস্টের ফলাফল তৈরি হতে অনেকটা সময় লাগে। এ ক্ষেত্রে কমপক্ষে মাসখানেক সময় লাগতে পারে। 

ওই নারী সাংবাদিকের বাবা শাবরুল আলম সবুজ বলেন, ‘আমি ডিএনএ দিয়েছি, সব তথ্য দিয়েছি। এখন অপেক্ষা করছি লাশটার জন্য। তবে কবে দেবে সঠিকভাবে কেউই কিছু জানায়নি।’ 

গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের নিচতলার চুমুক কফি হাউস থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে—২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট শিশু। 

এদিকে আহতদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ বলেন, আবরার ফারদিন নামের একজন এখনো চিকিৎসাধীন। শ্বাসকষ্টের সমস্যা দূর না হওয়ায় তাঁকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন আলাউদ্দিন আলী বলেন, দুজনেরই মেরুদণ্ডে আঘাত রয়েছে। দুজনই ওপর থেকে পড়ে আহত হয়েছেন। এখন যে অবস্থা তাতে তাঁদের অস্ত্রোপচার লাগতে পারে।

আরও পড়ুন—

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা