হোম > সারা দেশ > ঢাকা

দাবি আদায়ে জাবি প্রশাসনিক ভবনে তালা ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি আদায়ে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করেছেন। অবরোধের অংশ হিসেবে ভবনে তালা মেরেছেন বিক্ষুব্ধরা। 

আজ সোমবার সকাল ৯টায় ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা ভবনের সামনে ‘অবরোধ’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। 

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে আছে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তি করা, নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করা, মাদকের সিন্ডিকেট চিহ্নিত করাসহ র‍্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। 

এদিকে ভবন অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ সেবাগ্রহীতারা ভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

অবরোধ কর্মসূচির সময় ইংরেজি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের কোনো বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। তারা পাঁচ কর্মদিবস সময় চেয়েছে। কিন্তু নির্ধারিত সময় গতকাল শেষ হলেও অছাত্রদেরকে বের তো দূরে থাক বরং প্রশাসন তাদেরকে নিয়ে ভাগ-বাঁটোয়ারার মিটিং করছে প্রতিনিয়ত। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ অবরোধ করছি। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।’

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত