হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে স্কুলছাত্রের সন্ধানে মানববন্ধন শেষে থানা ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

থানায় থাকা গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মুন্সীগঞ্জে স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে মানববন্ধন শেষে সিরাজদিখান থানা ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। থানার দরজা ও জানালা, আসবাবপত্র ও পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, আজ সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা এতে অংশ নেন। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় হামলা চালায়। এ সময় পাঁচটি গাড়ি, থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেছে।

সিরাজদিখান থানায় স্থানীয় ও শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, মানববন্ধন শেষে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মানববন্ধনকারীরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছে।

উল্লেখ্য, জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা