হোম > সারা দেশ > ঢাকা

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ ডিএনসিসির, শেষ পর্যায়ে ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আট ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন  (ডিএনসিসি) কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করেছে। সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১০টার সময় ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৯টা ৩০ মিনিটে, অর্থাৎ আট ঘণ্টারও কম সময়ে সব ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির ১০টি অঞ্চলে আজ ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ২ হাজার ৭১৩টি ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। 

ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ৫৪টি ওয়ার্ডের সব এলাকার শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডের সব বর্জ্য সংগ্রহ করে এসটিএসে রাখা হয়েছে। সেগুলো ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সরাসরি তদারক করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মনিপুর এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর তিনি আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মগবাজার, মধুবাগ, রামপুরা, খিলগাঁও, প্রগতি সরণিসহ উত্তরা এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন।

এ ছাড়া ডিএনসিসির ১০টি অঞ্চলের তদারক করার জন্য পাঁচজন কর্মকর্তার সমন্বয়ে পাঁচটি গ্রুপ গঠন করা হয়।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও (ডিএসসিসি) বর্জ্য অপসারণে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ। 

ডিএসসিসির তথ্য অনুসারে, রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত ৬০টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারিত হওয়া ওয়ার্ডগুলো হচ্ছে ১-৪, ৯, ১০, ১৩, ১৬-৩৮, ৪০-৪৬, ৪৮, ৫০-৫৯, ৬১-৬৪, ৬৮-৭৫ নম্বর ওয়ার্ড।

বাকি ১৫টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের অগ্রগতি গড়ে ৯০ শতাংশ।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ