হোম > সারা দেশ > ঢাকা

সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪–এর আওতায় জেনারেল শিক্ষকদের যেকোনো অধিদপ্তরে বদলির সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। এ দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা ২০২৪ প্রকাশিত হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বদলি নীতিমালার মাধ্যমে জেনেছি যে, স্ব স্ব অধিদপ্তরে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।

তাঁরা জানান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সাধারণ শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য (ইনডেক্স) বদলি সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন করে সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে ইনডেক্সধারী শিক্ষকদের সমপদ/সমস্কেলে শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনো অধিদপ্তরের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ রাখতে হবে।

বক্তারা বলেন, দেশে প্রায় ৩৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১২ হাজার। এতে বদলির সুযোগ সীমিত হলে মাদ্রাসা ও কারিগরির সাধারণ শিক্ষকেরা বঞ্চিত হবেন, যা বৈষম্যবিরোধী সরকারের নীতির পরিপন্থী।

তাঁরা আরও বলেন, বর্তমান নীতিমালায় সংশোধন এনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বদলি সিস্টেম সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে দ্রুত চালু করতে হবে।

মানববন্ধনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাকিবুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. শরিফুল, মো. আজাদ, প্রভাষক হুসাইন আলী, মো. আজিজুল হক প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট