হোম > সারা দেশ > ঢাকা

সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪–এর আওতায় জেনারেল শিক্ষকদের যেকোনো অধিদপ্তরে বদলির সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। এ দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা ২০২৪ প্রকাশিত হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বদলি নীতিমালার মাধ্যমে জেনেছি যে, স্ব স্ব অধিদপ্তরে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।

তাঁরা জানান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সাধারণ শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য (ইনডেক্স) বদলি সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন করে সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে ইনডেক্সধারী শিক্ষকদের সমপদ/সমস্কেলে শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনো অধিদপ্তরের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ রাখতে হবে।

বক্তারা বলেন, দেশে প্রায় ৩৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১২ হাজার। এতে বদলির সুযোগ সীমিত হলে মাদ্রাসা ও কারিগরির সাধারণ শিক্ষকেরা বঞ্চিত হবেন, যা বৈষম্যবিরোধী সরকারের নীতির পরিপন্থী।

তাঁরা আরও বলেন, বর্তমান নীতিমালায় সংশোধন এনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বদলি সিস্টেম সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে দ্রুত চালু করতে হবে।

মানববন্ধনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাকিবুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. শরিফুল, মো. আজাদ, প্রভাষক হুসাইন আলী, মো. আজিজুল হক প্রমুখ।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ