হোম > সারা দেশ > ঢাকা

সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪–এর আওতায় জেনারেল শিক্ষকদের যেকোনো অধিদপ্তরে বদলির সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। এ দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা ২০২৪ প্রকাশিত হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বদলি নীতিমালার মাধ্যমে জেনেছি যে, স্ব স্ব অধিদপ্তরে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।

তাঁরা জানান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সাধারণ শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য (ইনডেক্স) বদলি সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন করে সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে ইনডেক্সধারী শিক্ষকদের সমপদ/সমস্কেলে শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনো অধিদপ্তরের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ রাখতে হবে।

বক্তারা বলেন, দেশে প্রায় ৩৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১২ হাজার। এতে বদলির সুযোগ সীমিত হলে মাদ্রাসা ও কারিগরির সাধারণ শিক্ষকেরা বঞ্চিত হবেন, যা বৈষম্যবিরোধী সরকারের নীতির পরিপন্থী।

তাঁরা আরও বলেন, বর্তমান নীতিমালায় সংশোধন এনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বদলি সিস্টেম সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে দ্রুত চালু করতে হবে।

মানববন্ধনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাকিবুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. শরিফুল, মো. আজাদ, প্রভাষক হুসাইন আলী, মো. আজিজুল হক প্রমুখ।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু