হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় মোটরসাইকেল চালকসহ দুজন ও সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দক্ষিণ জয়পুরা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া (২৫) ও সামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৪)। নিহত খোকন মিয়া জয়পুরা মম ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। নিহত আরেকজন হলো সাভারের মাটিদিয়া এলাকার হরেন্দ্র সরকারের ছেলে রাধানাথ সরকার (৫৫)। 

এলাকাবাসী জানায়, শুক্রবার ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় রাস্তায় দুজনকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে খোকন মিয়াকে নিহত অবস্থায় এবং দেলোয়ার হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। 

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যানের চাপায় রাধানাথ সরকার নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা