হোম > সারা দেশ > ঢাকা

৪ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চার ঘণ্টা পর ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে ঢাকা থেকে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। 

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীদের আন্দোলনে ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজ বুধবার দুপুরে ট্রেন চলাচলের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা পৌনে ১টার দিকে কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা আন্দোলন বাতিল করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দর রেল স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের টিকিট না পাওয়া ও টিকিট কালোবাজারির অভিযোগে আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া একদল শিক্ষার্থী। পরে তাঁদের সঙ্গে সাধারণ যাত্রীরাও অংশ নেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। 

তবে ঢাকা থেকে ট্রেন চলাচল না করতে পারলেও এসময় সারা দেশে থেকে আসা ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশনে প্রবেশ করতে পেরেছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা