হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরির উদ্ধার অভিযান স্থগিত

প্রতিনিধি শিবালয় (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ডুবে যাওয়া রো-রো ফেরি শাহ আমানতের উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। আজ বুধবার রাত সোয়া ৮টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার শুরু করা হবে বলেও তিনি জানিয়েছেন। 

সর্বশেষ তথ্যানুযায়ী ডুবে যাওয়া ফেরি থেকে একটি মোটরসাইকেল, চারটি ট্রাক ও পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। বাকি পাঁচটি পণ্যবাহী ট্রাক এখনো নিমজ্জিত রয়েছে। 

বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজ চালালেও অপর আরও একটি উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' চাঁদপুর থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে ঘটনাস্থলে জাহাজটি পৌঁছাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

এদিকে ফেরি ডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও মানিকগঞ্জ জেলা প্রশাসক পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ ও জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছানোয়ারুল হককে প্রধান করা হয়েছে। 

তদন্ত কমিটি ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও চারটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি শাহ আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ