হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মালামালের নিচে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পুরানা পল্টনে একটি গোডাউনে ভারী মালামালের নিচে চাপা পড়ে আব্দুর রহিম (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরানা পল্টন সুরমা টাওয়ার গলি ‘গ্রাফিকস মেলা’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহিমের বাড়ি টাঙ্গাইল নাগরপুর উপজেলায়। বাবার নাম সবুর উদ্দিন। নয়া পল্টন মসজিদে গলির একটি বাসায় থাকতেন তিনি। 

আব্দুর রহিমের সহকর্মী মো. মানিক জানান, তাঁরা দিনমজুর। বিকেলে পুরানা পল্টনের একটি গোডাউনে মালামাল নামানোর কাজ করছিলেন কয়েকজন। সেখানে প্রিন্টিং প্লেটগুলো এক জায়গায় সাজিয়ে রাখছিলেন। আর রহিম তাঁর পাশে বসে নতুন মালামাল রাখার জন্য জায়গা পরিষ্কার করছিলেন। হঠাৎ ভারী প্লেটগুলো কাত হয়ে তাঁর ওপর পড়ে। এতে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত