হোম > সারা দেশ > ঢাকা

লক্ষ্মীপুরে গৃহবধূকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ভবানীগঞ্জে নুর নাহার বেগম নামে এক গৃহবধূকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন সজিব হোসেন (২৩) ও রুবেল হোসেন (২১)। নিহত গৃহবধূ ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন ওই গৃহবধূ। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে তার মরদেহ চর মনসারের একটি খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। রাতে নিহতের বোন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত গৃহবধূ নুর নাহার বেগমের কাছ থেকে আসামি সজিব হোসেন ১৫ হাজার টাকা ধার নেন। ওই টাকা প্রতি সপ্তাহ ৩০০ টাকা হারে ৪২ কিস্তিতে পরিশোধ করা হবে। কিন্তু টাকা চাইতে গেলে সজিব হোসেন ও তার বন্ধু রুবেল মিলে টাকার দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নেয়। পরে তারা দুজনে চর মনসারের একটি ফসলি খেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। একপর্যায়ে নিহত গৃহবধূর নাকের ফুল, মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায়।’

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন