হোম > সারা দেশ > ঢাকা

লক্ষ্মীপুরে গৃহবধূকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ভবানীগঞ্জে নুর নাহার বেগম নামে এক গৃহবধূকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন সজিব হোসেন (২৩) ও রুবেল হোসেন (২১)। নিহত গৃহবধূ ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন ওই গৃহবধূ। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে তার মরদেহ চর মনসারের একটি খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। রাতে নিহতের বোন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত গৃহবধূ নুর নাহার বেগমের কাছ থেকে আসামি সজিব হোসেন ১৫ হাজার টাকা ধার নেন। ওই টাকা প্রতি সপ্তাহ ৩০০ টাকা হারে ৪২ কিস্তিতে পরিশোধ করা হবে। কিন্তু টাকা চাইতে গেলে সজিব হোসেন ও তার বন্ধু রুবেল মিলে টাকার দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নেয়। পরে তারা দুজনে চর মনসারের একটি ফসলি খেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। একপর্যায়ে নিহত গৃহবধূর নাকের ফুল, মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায়।’

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক