হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, ধসে পড়েছে এক পাশের আংশিক দেয়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনটিতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিস্ফোরণে তিনতলা ভবনের এক পাশের আংশিক দেয়াল ধসে পড়েছে।

আজ রোববার বেলা ১০টা ৫০ নাগাদ আগুন লাগে। বিস্ফোরণ হয়ে লাগা আগুনে দগ্ধ হয়েছেন পাঁচজন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আহত আটজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

দগ্ধরা হলেন সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)। আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন জাকির হোসেন (৩৫), মেহেদি হাসান (২৫), অজ্ঞাতনামা (৩০), রাবেয়া খাতুন (১৭), কবির হোসেন (৩২), তাজ উদ্দিন (৪৫), নুর নবী (২৪) ও কামাল হোসেন (৪০)।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত আটজনকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁদের সবারই মাথায় আঘাত আছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের দিকে যেতে হাতের বাঁ পাশের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের বাঁ পাশের দেয়ালের একাংশ ভেঙে পড়েছে।  তবে কীভাবে বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে