হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

শ্রীনগরে মিক্সচার মেশিনের ফিতা পেঁচিয়ে নির্মাণশ্রমিক নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে কংক্রিট ও সিমেন্টের মিক্সচার মেশিনের ফিতায় পেঁচিয়ে মো. মফিজুল (৪০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন পদ্মা সেতু রেলসংযোগ লাইনের বেজগাও স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মফিজুলের গ্রামের বাড়ি রংপুরে। তবে তিনি উপজেলার ছনবাড়ি এলাকার আল মদিনা মসজিদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বেঁজগাও এলাকায় নির্মাণাধীন রেলস্টেশনের ঢালাই কাজ চলছিল। এ সময় মো. মফিজুল মিক্সচার মেশিনের ফিতার সঙ্গে পেঁচিয়ে যান এবং আহত হন। এরপর অন্য শ্রমিকেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে ওই নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. রাজনকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। 

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের বলেন, ‘আমরা খবর শুনে ঘটনাস্থলে এসেছি। কিন্তু আমাদের আসার আগেই মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই এখনো বিস্তারিত জানা যায়নি।’  

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে