হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে বৃদ্ধের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে আব্দুল বারিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিক (৬০)। তিনি পেশায় একজন পান বিক্রেতা। 

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার পান দোকানি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন এলাকায় পৌঁছালে ওই সময় বৃদ্ধ নিজের দোকানে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় দ্রুত গতির ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে হুকে আটকে থাকেন। পরে ৮টা ৪০ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনে দাঁড়ালে মৃত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। সকাল ৯টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১