হোম > সারা দেশ > ঢাকা

বাজেটে পলিথিনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে বিএনসিএর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব ধরনের পলিথিন ব্যাগ, প্লাস্টিক ব্যাগ ও মোড়ক সামগ্রীর ওপর গত অর্থ বছরে যে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল, তা ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর পলিথিন ব্যাগের দাম কমবে এবং আইন অনুযায়ী নিষিদ্ধ এই উপাদানের ব্যবহার ও দেশে পরিবেশদূষণ আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স (বিএনসিএ)। 

আজ মঙ্গলবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা ও বিএনসিএর আহ্বায়ক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩টি পরিবেশবাদী সংগঠনের জোট বিএনসিএ মনে করে, যেখানে সরকার ও সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ক্ষতিকর পলিথিন ব্যবহারের বিরুদ্ধে বলে আসছে, সেখানে পলিথিনের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব স্ববিরোধী। 

বাংলাদেশে পরিবেশ দূষণের অবস্থা ভয়াবহ। পলিথিন একটি অপচনশীল পণ্য। এটি দেশের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বাংলাদেশ ২০০২ সালে আইন করে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু এবার প্রস্তাবিত বাজেটে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারকে আরও উৎসাহিত করা হচ্ছে বলে মনে করছে বিএনসিএ। 

বাংলাদেশ ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স সরকারের কাছে তিনটি দাবি পেশ করছে। দাবি গুলো হচ্ছে (১) পলিথিনের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব পুনর্বিবেচনা করা, (২) পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনের যথাযথ বাস্তবায়ন এবং পলিথিন ব্যবহার বন্ধ করতে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ, এবং (৩) পরিবেশের জন্য ক্ষতিকর সকল শিল্পকে শুল্কের আওতায় আনা ও পরিবেশবান্ধব শিল্পকে প্রণোদনা দানের মাধ্যমে উৎসাহিত করা। বিএনসিএ আশা প্রকাশ করে যে, রিভাইজড বাজেটে পলিথিনের ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবটি পুনর্বিবেচনা করা হবে এবং দেশ ও পরিবেশের স্বার্থে এই জোটের দাবিগুলো মেনে নেওয়া হবে। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ