হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছে। নিহত দুজন সম্পর্কে দাদি-নাতনি। নিহতরা হলেন মাজেদা বেগম খুকি (৪৫) ও ৬ মাসের শিশু রাফিয়া আক্তার।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মাজেদা বেগম মারা যান এবং ঢাকা মেডিকেলে রাত ২টার দিকে মারা যায় নাতনি রাফিয়া।

তাদের বাড়ি তুরাগের ষোলোহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ ষোলোহাটি গ্রামে তাদের বাড়ি। গত রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা সিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদা বেগম মারা যায়। মুমূর্ষু অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওলাদ হোসেন আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেলচালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে আর মাজেদা বেগমের মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার