হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছে। নিহত দুজন সম্পর্কে দাদি-নাতনি। নিহতরা হলেন মাজেদা বেগম খুকি (৪৫) ও ৬ মাসের শিশু রাফিয়া আক্তার।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মাজেদা বেগম মারা যান এবং ঢাকা মেডিকেলে রাত ২টার দিকে মারা যায় নাতনি রাফিয়া।

তাদের বাড়ি তুরাগের ষোলোহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ ষোলোহাটি গ্রামে তাদের বাড়ি। গত রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা সিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদা বেগম মারা যায়। মুমূর্ষু অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওলাদ হোসেন আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেলচালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে আর মাজেদা বেগমের মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট