হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছে। নিহত দুজন সম্পর্কে দাদি-নাতনি। নিহতরা হলেন মাজেদা বেগম খুকি (৪৫) ও ৬ মাসের শিশু রাফিয়া আক্তার।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মাজেদা বেগম মারা যান এবং ঢাকা মেডিকেলে রাত ২টার দিকে মারা যায় নাতনি রাফিয়া।

তাদের বাড়ি তুরাগের ষোলোহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ ষোলোহাটি গ্রামে তাদের বাড়ি। গত রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা সিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদা বেগম মারা যায়। মুমূর্ষু অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওলাদ হোসেন আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেলচালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে আর মাজেদা বেগমের মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস