হোম > সারা দেশ > গাজীপুর

পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা, ঠাকুরগাঁও থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মাদক ব্যবসার দ্বন্দ্বে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক হত্যা মামলার প্রধান আসামি মো. মোফজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার ভোরে র‍্যাব–১ ও ১৩ এর যৌথ অভিযানে পরিচালনা করে ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে তাকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মো. মোফজ্জল হোসেন (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের (কড়ইতলা) এলাকার সরাফত আলীর ছেলে। নিহত পোশাক শ্রমিক আব্দুল লতিফ একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের গ্রেপ্তারের জন্য র‍্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র‍্যাব খবর পায়, লতিফ হত্যার প্রধান আসামি মোফাজ্জল হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন টেংরিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। 

এরপর র‍্যাব-১ ও ১৩ দিনাজপুরের আভিযানিক দল হরিপুর উপজেলার টেংরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা মোফজ্জল হোসেন স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এর আগে গত ১৮ এপ্রিল রাতে দাওয়াতের কথা বলে নিহত লতিফকে মোবাইলে ফোন করে শ্রীপুর বহেরারচালা এলাকায় শিরিনের বাড়িতে ডেকে আনে তার বন্ধু মোফাজ্জল হোসেন। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ির বাইরে বের হলে মোফাজ্জল আব্দুল লতিফকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার মাথায় আঘাত লাগলে সে মাটিতে পড়ে যায়। পরে লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন