হোম > সারা দেশ > ঢাকা

সড়ক আটকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ, বঙ্গবাজারে যানজট

আজকের পত্রিকা ডেস্ক­

সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজধানীর বঙ্গবাজার এলাকায় সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা। ফলে বঙ্গবাজার মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

আজ বুধবার দুপুর ২টায় পুলিশ সদর দপ্তরের সামনের সড়ক অবরোধে নামেন সাবেক এ পুলিশ সদস্যরা। এ সময় অনেকেই সড়কে বসে পড়েন এবং নানা ধরনের স্লোগান দেন।

সকাল থেকে সদর দপ্তরের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে সড়ক অবরোধে নামেন তাঁরা।

আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা সড়কে নামলে সদর দপ্তরের গেটে প্রায় শতাধিক পোশাকধারী পুলিশ সদস্য অবস্থান নেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বন্ধ থাকায় বঙ্গবাজার মোড় পর্যন্ত যানজট আরও তীব্র হয়।

ভুক্তভোগী পুলিশ পরিবারের সমন্বয়ক চাকরিচ্যুত এসআই রহমত উল্লাহ নাওসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে আমাদের দাবি জানিয়ে আসছি। পুনর্বহালের কথা বলেও এখনো কোনো দৃশ্যমান সিদ্ধান্ত আসেনি। আদালত থেকে রায় পাওয়ার পরও আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজ আবার অবস্থান কর্মসূচিতে নেমেছি। রাস্তা অবরোধ করেছি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য পুলিশ সদর দপ্তর থেকে আমাদের কাছ থেকে ১ ঘণ্টা সময় নিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪