হোম > সারা দেশ > ঢাকা

‘আন্দোলনে উত্তরায় নিহত হন ৯২ জন’

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ-বিক্ষোভের সময় ২৫ শিক্ষার্থীসহ ৯২ জন নিহত হয়েছেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল দুপুরে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ হতাহত ব্যক্তিদের এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৯২ জন নিহতের মধ্যে ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়িচালক, ২ জন মসজিদের ইমাম। ১১ জনের পরিচয় এখনো জানা যায়নি।

এ সময় সংগঠনটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও হতাহত ব্যক্তিদের স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন।

ফান্তাসির মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় গত ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২, ৪ আগস্ট ৭, ৫ আগস্ট ৪২ ও ৭ আগস্ট ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১ জন, ১০-২০ বছর বয়সী ১৭, ২১-৩০ বছর বয়সী ১৮, ৪১-৫০ বছর বয়সী ১১, ৫১-৬০ বছর বয়সী ২ ও ৬০ বছর ঊর্ধ্বের ১ জন রয়েছে।’

ফান্তাসির মাহমুদ বলেন, ‘আমাদের ধারণা এই শহীদদের তালিকা হয়তো আরও বড় হতে পারে। আমরা চাই, জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে।’

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এই মুখপাত্র জানান, গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁরা হতাহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণে তথ্য সংগ্রহ, প্রামাণ্যচিত্র তৈরি, প্রচার এবং ওয়েবসাইটভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ করছেন। তাঁরা চান, কোনোভাবেই যেন এই বিপ্লবের ইতিহাসের তথ্যবিকৃতি না ঘটে।

নিহত ব্যক্তিদের তালিকাটি কীভাবে তৈরি করা হয়েছে, তা জানতে চাইলে রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ‘৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর আমরা উত্তরার সব হাসপাতাল ঘুরে তাদের কাছ থেকে হতাহতদের তথ্য সংগ্রহ করি। পরে ওই তথ্য ধরে ধরে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে নিহতদের ছবি, মৃত্যুসনদ নিয়ে তালিকাটি তৈরি করি।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার