হোম > সারা দেশ > ঢাকা

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাল জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের একাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষার্থীরা। এ সময় অস্থায়ী বেদি নির্মাণ করে আন্দোলনরত শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা মার্কসবাদী ছাত্রফ্রন্টের সদস্য নুরে তামিম স্রোত বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কিছু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ নির্বিচারে গুলি করে শ্রমিকদের হত্যা করেছে। এর পরিণতি হবে ভয়াবহ। আমরা নিপীড়িত শ্রমিকদের পক্ষে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি।’

আরেক সদস্য সজীব আহমেদ জেনিচ বলেন, ‘শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের গুন্ডাবাহিনী গুলি চালিয়ে চারজন শ্রমিককে হত্যা করেছে। ১২,৫০০ টাকা মজুরি দিয়ে একজন শ্রমিকের পরিবার চলতে পারে না। অবিলম্বে বন্ধ কারখানাগুলোর বকেয়া পরিশোধ করতে হবে। যেসব গার্মেন্ট বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করতে হবে।’

বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘শ্রমিকেরা দেশের মূল চালিকাশক্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে চারজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হলেন। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে তাঁদের নির্যাতন করা হচ্ছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট