হোম > সারা দেশ > ঢাকা

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাল জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের একাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষার্থীরা। এ সময় অস্থায়ী বেদি নির্মাণ করে আন্দোলনরত শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা মার্কসবাদী ছাত্রফ্রন্টের সদস্য নুরে তামিম স্রোত বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কিছু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ নির্বিচারে গুলি করে শ্রমিকদের হত্যা করেছে। এর পরিণতি হবে ভয়াবহ। আমরা নিপীড়িত শ্রমিকদের পক্ষে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি।’

আরেক সদস্য সজীব আহমেদ জেনিচ বলেন, ‘শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের গুন্ডাবাহিনী গুলি চালিয়ে চারজন শ্রমিককে হত্যা করেছে। ১২,৫০০ টাকা মজুরি দিয়ে একজন শ্রমিকের পরিবার চলতে পারে না। অবিলম্বে বন্ধ কারখানাগুলোর বকেয়া পরিশোধ করতে হবে। যেসব গার্মেন্ট বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করতে হবে।’

বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘শ্রমিকেরা দেশের মূল চালিকাশক্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে চারজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হলেন। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে তাঁদের নির্যাতন করা হচ্ছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু