হোম > সারা দেশ > ঢাকা

কবে থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো, জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুটি স্টেশন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নতুন দুটি স্টেশনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন। তবে এসব স্টেশন চালু হলেও মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে না। মেট্রোরেল বেলা সাড়ে ১১টা পর্যন্তই চলবে মতিঝিল পর্যন্ত। তবে রাতে কবে থেকে চলবে, সেই বিষয়ে ধারণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক মেট্রোরেল মধ্যরাত পর্যন্ত চলাচলের সময় এবং পুরো সপ্তাহে নিরবচ্ছিন্ন চলাচলের বিষয়ে কথা বলেন। 

এম এ এন ছিদ্দিক বলেন, এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে, আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে বেলা সাড়ে ১১ পর্যন্ত। তবে আগামী তিন মাসের মধ্যে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হবে। এরপর পর্যায়ক্রমে সময় বাড়বে। প্রথমে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে আগারগাঁওয়ের সঙ্গে। এরপরের তিন মাস পর্যায়ক্রমে আবার সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। 

অর্থাৎ মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত।

এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার এখন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আছে। তবে মেট্রোরেল পুরোপুরি মতিঝিল পর্যন্ত স্বাভাবিক সময়ের মতো যখন চলাচল করবে, তখন আলাদাভাবে শুক্রবার আর সাপ্তাহিক ছুটি থাকবে না। তখন স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তিন ভাগ করে ছুটি দেওয়া হবে। 

এর আগে তিনি ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন উদ্বোধনের তথ্য জানান।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’