হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কান্নার শব্দ পেয়ে মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর পূর্বপাড়া মসজিদের অজুখানা থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর পূর্বপাড়া গ্রামের নূরে এলাহি জামে মসজিদের অজুখানা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল রাত ১২টার দিকে নবজাতকের কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন অজুখানায় শিশুটি পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

হোসেনপুর সরকারি কলেজে প্রভাষক ও স্থানীয় বাসিন্দা শরীফ আহমেদ জানান, নবজাতক শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করে জানান, দিবাগত রাত ১টার দিকে হোসেনপুর থানা-পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে, প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক বলেন, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শিশু কল্যাণ আইন ২০১৩ অনুযায়ী যদি কোনো উপযুক্ত ব্যক্তি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চান, তাহলে উপজেলা শিশু কল্যাণ বোর্ড অথবা জেলা শিশু আদালতের অনুমতি নিতে হবে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, নবজাতকটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তী সময় সমাজসেবা কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট