আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি বুধবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
রেওয়াজ অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে শুক্রবার। কিন্তু ২৫ জুলাই সোমবার। তাই জানতে চাইলে বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন বলেন, ‘এই বিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে।’
আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে এমসিকিউ উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
একবার এমসিকিউ উত্তীর্ণ হলে দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকে শিক্ষার্থীদের।