হোম > সারা দেশ > ঢাকা

শিশু আয়ানের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন হাস্যকর: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’ 

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’ 

আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’ 

এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট