হোম > সারা দেশ > ঢাকা

শহীদি মার্চ কর্মসূচি পালন করলেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহীদি মার্চটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে দয়াগঞ্জ মোড় হয়ে যাত্রাবাড়ী যায়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাঁদের যেন ভুলে না যাই। ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাঁদের দিকে যেন নজর দেওয়া হয়।’ 

বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান সজীব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মাস পূর্ণ হলো। বিজয়ের এক মাস উপলক্ষে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শহীদি মার্চ প্রোগ্রাম আয়োজন করি। এই আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, যাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি দ্রুততম সময়ে আমাদের শহীদ ভাইদের এবং আহত ভাইদের তালিকা প্রকাশ করে, তাঁদের রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদান করার দাবি জানাচ্ছি। দেশ সংস্কারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। যেকোনো বৈষম্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অধিকার আদায়ে সোচ্চার থাকব। জাতির কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের উদ্দেশ্য।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট