মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২ হাজার ৯৮৪ ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক সুমন শেখকে (৪০) আটক করেছে টহল পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত লোহার রড কাটার যন্ত্র, হ্যাক্সো ব্লেড পাঁচটি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে ওই ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে তিনি ট্রাক থেকে নেমেই দৌড় দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়।
পরে শেখরনগর তদন্তকেন্দ্রে ট্রাকসহ সুমনকে থানায় নিয়ে যায় পুলিশ। সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ডাশা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে কালিশাল সুখের ঠিকানা এলাকায় নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বলেন, সুমন চিত্রকোট বাবুবাড়ির মোড়ে রড কাটার যন্ত্র ও হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে ৬ স্প্যান বৈদ্যুতিক তার (২৫ বান্ডিল) ট্রাকে তোলে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ জন তার ও ট্রাকচালককে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
শেখরনগর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।