হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আগেই বেতন পাবেন নতুন নিয়োগ পাওয়া প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগেই বেতন পাবেন নতুন নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। প্রশাসনিক জটিলতার কারণে যোগদানের আড়াই মাসেও বেতন পাননি তারা। ইতিমধ্যে বেতন সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরা এতদিন বেতন পাননি। তবে এ সমস্যার সমাধান হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন সময় লাগবে। অর্থাৎ ঈদের আগেই সবাই রাজস্ব খাত থেকে বেতন পাবেন।’

কেন এমন জটিলতা সৃষ্টি হয়েছিল এমন প্রশ্নে ফরিদ আহাম্মদ বলেন, ‘আগে শিক্ষকদের বেতনভাতা আইবাস সফটওয়্যারের মাধ্যমে হতো না। এখন আইবাস প্লাস প্লাস চালু হয়েছে, সে কারণে অর্থ মন্ত্রণালয় বলেছে তারা রাজস্ব খাতের নিয়োগপ্রাপ্ত শিক্ষক। আর ডিপিই-তে বলা আছে, প্রকল্প চলাকালীন প্রকল্প খাত থেকে তারা পাবেন, তারপর রাজস্ব খাতে যাবেন। এ নিয়েই জটিলতার সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ সভা হয়েছে। সভায় সমস্যাটির সমাধান হয়েছে। এখন আর তারা রাজস্ব খাত থেকে পাবেন। আইবাস প্লাস প্লাসের সঙ্গে খাপ খাইয়ে এটি করা হয়েছে।’

গত বছরের ১৪ ডিসেম্বর ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির