হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এক যুবকের, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এবং ককটেল সদৃশ বস্তুসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

একজনের নাম হালিম রাজ (২৬)। তিনি ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা মো. বাহার উদ্দিনের ছেলে। বর্তমানে ঢাকার শেরে বাংলা নগর থানাধীন কালিবাড়ী পশ্চিম রাজাবাজারে থাকেন।

অন্যজনের নাম আব্দুল হালিম (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পর পাড়াগাছা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। বর্তমানে রামপুরায় রিকশা চালান এবং রিকশার গ্যারেজে থাকেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, হালিম রাজ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসেন। বর্তমানে গান ও কবিতা লিখে এবং ভিডিও এডিটিং করে জীবিকা নির্বাহ করেন। তাঁর ইচ্ছা প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা কবিতা ও গান পেনড্রাইভ এবং সিডির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। এ নিয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে গেছেন। কিন্তু কেউ তাঁকে প্রশ্রয় দেননি। 

পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত আবুল কাশেম ওরফে কিশোরের কাছে গিয়ে মনের কথা ব্যক্ত করেন।

হালিম রাজের অভিযোগ, কবিতা ও গান প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে এক বছর আগে কিশোরকে ৩৫ হাজার টাকা দেন। কিন্তু কিশোর টাকা নিয়ে কাজ করেননি। ক্ষোভে তিনি এই কাজ করেন। 

বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা করে দেখছে। দুই যুবককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন