হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে নেই যানজটের ভোগান্তি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঈদের বাকি এক দিন। নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজটের ভোগান্তি। পাটুরিয়া ফেরিঘাট, লঞ্চঘাটেও নেই যাত্রীদের ভিড়। পুলিশ মহাসড়কের বিভিন্ন স্পটে যানবাহন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মহাসড়কের মানিকগঞ্জ, বানিয়াজুরী, বরংগাইল ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা একটু বেশি থাকলেও নেই সেই চিরচেনা যানজট। ফলে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ। 

যাত্রী ও বাসচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন ধরে কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটা পথে আসা যাত্রী, মোটরসাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে মহাসড়কে পর্যাপ্ত বাস ও দুটি ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই নিয়োজিত থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে না। 

তবে মহাসড়কে চলাচলরত বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। 

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে অবশ্যই ওই বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণে রয়েছে। 

বাসযাত্রী রাজবাড়ীগামী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা-আরিচা-পাটুরিয়া মহাসড়ক ছিল ভোগান্তির আরেক নাম। কিন্তু এ বছর ভোগান্তি ছাড়াই ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত এসেছি। দুই ঘণ্টা সময় লেগেছে। আশা করছি সামনের পথেও কোনো যানজট হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে পারব।’ 

সেলফি পরিবহনের চালক আজিজ আজকের পত্রিকাকে জানান, ঈদ এলেই যেন ঘরমুখী মানুষের মনে করিয়ে দিত যানজটে আটকে থাকা ভোগান্তির কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটে পড়তে হয়নি। অন্য রুটের গাড়ি কিছু চলছে এই মহাসড়কে। তবে নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে জানান, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১ হাজার ৮৮৯টি ছোট যানবাহনসহ ২ হাজার ৪৫০টি মোটরসাইকেল পার করা হয়েছে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি অনেকটাই ভালো। কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা রয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে সড়কের পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব