হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে আহত ১৮

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

আহতরা হলেন আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫) ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫), বাদশা মিয়া (৫০)। তাঁদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিঙ্গাইরের বিভিন্ন এলাকায়। আহতদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থান আশঙ্কাজনক। 

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ কে এম রাসেল জানান, বিকেলে বজ্রপাতে আহত অবস্থায় ১৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের পিতা ইউসুফ আলীর নামে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের নক আউট পর্বের খেলা ছিল। খেলা দেখতে আসা ব্যক্তিরা ভিড় জমিয়েছিলেন মাঠে। এ সময় বজ্রপাত হলে অনেকেই আহত হন। পরে অন্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির