হোম > সারা দেশ > ঢাকা

সংবিধানকে অগণতান্ত্রিক করা হয়েছে: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সংবিধানকে এমনভাবে অগণতান্ত্রিক করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানেই এখন জবাবদিহি নেই। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রচিন্তা ও গণপরিষদ আন্দোলনের উদ্যোগে বিদ্যমান সাংবিধানিক সংকট নিরসনে গণতান্ত্রিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

আনু মুহাম্মদ বলেন, সামরিক শাসকেরা তাঁদের মতো করে সংবিধানকে কাটা–ছেঁড়া করে নিয়েছেন। এই সরকারও তাদের মতো করে সংবিধানকে অগণতান্ত্রিক শাসনের উপযোগী করে নিয়েছে। এর বিরুদ্ধে জনগণকেই জেগে উঠতে হবে। তাঁদের সচেতন হতে হবে। 

শিক্ষক ও সাংবাদিকদের অগণতান্ত্রিক কর্মকাণ্ড সম্পর্কে আনু মুহাম্মদ বলেন, এখন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, সাংবাদিকেরা বিবৃতি দিয়ে সরকারকে আরও নিপীড়নমূলক হতে উৎসাহ দিচ্ছেন। সুতরাং অগণতান্ত্রিক প্রবণতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা এসব ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। 

বিদ্যুৎ ও সাম্প্রতিক অগ্নিকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের সঠিক রিপোর্ট আসবে না। বরং সেখানকার ছোট ব্যবসায়ীদের বুকের ওপর হাইরাইজড বিল্ডিং হবে। তাদের স্বপ্ন ধূলিসাৎ হবে। ১১টি কোম্পানি বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে ৬০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। এই লুটপাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আইন করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। সরকারই এই দায়মুক্তি দিয়েছে। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নঈম জাহাঙ্গীরসহ অন্যরা।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ