হোম > সারা দেশ > ঢাকা

সংবিধানকে অগণতান্ত্রিক করা হয়েছে: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সংবিধানকে এমনভাবে অগণতান্ত্রিক করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানেই এখন জবাবদিহি নেই। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রচিন্তা ও গণপরিষদ আন্দোলনের উদ্যোগে বিদ্যমান সাংবিধানিক সংকট নিরসনে গণতান্ত্রিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

আনু মুহাম্মদ বলেন, সামরিক শাসকেরা তাঁদের মতো করে সংবিধানকে কাটা–ছেঁড়া করে নিয়েছেন। এই সরকারও তাদের মতো করে সংবিধানকে অগণতান্ত্রিক শাসনের উপযোগী করে নিয়েছে। এর বিরুদ্ধে জনগণকেই জেগে উঠতে হবে। তাঁদের সচেতন হতে হবে। 

শিক্ষক ও সাংবাদিকদের অগণতান্ত্রিক কর্মকাণ্ড সম্পর্কে আনু মুহাম্মদ বলেন, এখন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, সাংবাদিকেরা বিবৃতি দিয়ে সরকারকে আরও নিপীড়নমূলক হতে উৎসাহ দিচ্ছেন। সুতরাং অগণতান্ত্রিক প্রবণতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা এসব ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। 

বিদ্যুৎ ও সাম্প্রতিক অগ্নিকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের সঠিক রিপোর্ট আসবে না। বরং সেখানকার ছোট ব্যবসায়ীদের বুকের ওপর হাইরাইজড বিল্ডিং হবে। তাদের স্বপ্ন ধূলিসাৎ হবে। ১১টি কোম্পানি বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে ৬০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। এই লুটপাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আইন করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। সরকারই এই দায়মুক্তি দিয়েছে। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নঈম জাহাঙ্গীরসহ অন্যরা।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা