হোম > সারা দেশ > ঢাকা

ইটভাটার পাশে মিলল ‘মাদক কারবারির’ লাশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

জামাল হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্তে ইটভাটার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত যুবকের নাম জামাল হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামাল মাদক কারবারি ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

পুলিশ আজ সোমবার দুপুরে জামালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করে। লাশের পাশে একটি মোটরসাইকেল, স্যান্ডেল ও কয়েকটি গাছের ডাল পড়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, জামাল ও তাঁর সহযোগী জাহিদ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন কারবারির কাছে মাদক পৌঁছে দেওয়ার কাজ করতেন। রোববার রাতে জামালের সঙ্গে জাহিদকে দেখা গেছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, জাহিদকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাব সেজে ডাকাতি: ৩৪ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু