হোম > সারা দেশ > ঢাকা

ইটভাটার পাশে মিলল ‘মাদক কারবারির’ লাশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

জামাল হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্তে ইটভাটার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত যুবকের নাম জামাল হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামাল মাদক কারবারি ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

পুলিশ আজ সোমবার দুপুরে জামালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করে। লাশের পাশে একটি মোটরসাইকেল, স্যান্ডেল ও কয়েকটি গাছের ডাল পড়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, জামাল ও তাঁর সহযোগী জাহিদ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন কারবারির কাছে মাদক পৌঁছে দেওয়ার কাজ করতেন। রোববার রাতে জামালের সঙ্গে জাহিদকে দেখা গেছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, জাহিদকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ